ঢাকার গুলশানে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল সেই মামলায় সাক্ষ্য দিয়েছন, এক ভারতীয়-সহ দুজন


বুধবার,০৩/০৭/২০১৯
593

ঢাকা: এক ভারতীয়-সহ দুজন ২০১৬ সালের পয়লা জুলাই ঢাকার গুলশানে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল সেই মামলায় সাক্ষ্য দিয়েছন। মো. মুজিবুর রহমান যিনি ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের আদালতের বিচারক তার কাছে ভারতীয় নাগরিক শরৎ প্রকাশ এবং আসলাম হোসেন সাক্ষ্য দেন। দেশি বিদেশি মোট ২২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় সেই ভয়াবহ জঙ্গি হামলায়। ভারতীয় নাগরিক ডা. শরৎ প্রকাশ আদালতে বলেন, ‘ঘটনার দিন রাতে হলি আর্টিজানে ক্যাফেতে তিনি খেতে যান। এর কিছুক্ষণ পর সন্ত্রাসবাদীরা হামলা করে। তাদের কাছে নিজেকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলে তাঁরা আমাকে চুপচাপ টেবিলের নিচে মাথা নিচু করে থাকতে বলে। আমি তাদের কথা মতো টেবিলের নিচে মাথা নিচু করে বসে থাকি।

তবে আমার পাশে বসে থাকা একজন গুলিবিদ্ধ হন। সকালে আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের উদ্ধার করে।’ ট্রাইব্যুনালে ২৫ জুন সাক্ষ্যগ্রহণ হয়, এই মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৬২ জন সাক্ষ্য দিয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট