টানা বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত মুম্বইয়ের জন জীবন


মঙ্গলবার,০২/০৭/২০১৯
376

মুম্বই: টানা বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত মুম্বইয়ের জন জীবন। পদে পদে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকারি নির্দেশ অনুসারে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে বহু উড়ান। ঘুরিয়ে দিতে হয়েছে বেশ কিছু উড়ান। একই অবস্থার সম্মুখিন হতে হয়েছে রেল চলাচলেরও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। বৃষ্টির কারণে শুরু হয়েছে মৃত্যুমিছিল। ৫২টি উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরু ও অহমদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৫৫টি উড়ান। রেললাইনে জমা জলে ও কম দৃশ্যমানতার কারণে ট্রেন চলছে দেরিতে। সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়েছে যান চলাচল, রাস্তার রাস্তায় জল জমে যাওয়ায়। জল সরানোর কাজ চলছে পাম্প দিয়ে।

২৪ বছর পর এবার ২৪ ঘণ্টায় মুম্বইয়ে দ্বিতীয় সর্বাধিক বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৮,৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৭৫.২ মিমি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ টুইটে আবেদন করেছেন, ‘আজও আবহাওয়া দফতর ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরেই থাকার অনুরোধ করছি।’ মুম্বইয়ে শুধু জরুরি পরিষেবাগুলি ছাড়া আর সব ছুটি থাকবে বলে ঘোষনা করেছে সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট