খড়্গপুরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মহিলাকে খুন করার চেষ্টার অভিযোগ


মঙ্গলবার,০২/০৭/২০১৯
492

পশ্চিম মেদিনীপুর :– জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মহিলাকে খুন করার চেষ্টার অভিযোগ ।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভার অন্তর্গত আরামবাটিতে। খড়্গপুর ভবানীপুরের বাসিন্দা প্রীতি কারার বলেন তালবাগিচাতে অসুস্থ শাশুড়িকে দেখে বাড়ি ফেরার পথে আরামবাটিতে আমাকে আমার পাশের বাড়ির কৌস্তুব ব্যানার্জী হঠাৎ করে গাড়ির সামনে এসে গাড়ি আটকে আমার গলায় ছুরি বসিয়ে বলে আমার কথা না শুনলে তোকে এখানে মার্ডার করে দেবো। এবং আমাকে টেনে পাশে জঙ্গলের দিকে নিয়ে যায়। আমাকে রেপ করার চেষ্টা করে। এবং আমার জামা কাপড় ছিড়ে দেয়। আমি ঝটকা মেরে হাত ছাড়িয়ে পালানোর সময় আমার পিঠে ও পায়ে ছুরি মারে। ব্যানার্জি বাড়ির সাথে আমাদের জমি নিয়ে একটা ঝামেলা আছে।

এই কিছুদিন ধরে আমার ফোনে নোংরা নোংরা মেসেজ পাঠাত। আমি ওকে বলেছিলাম এই মেসেজগুলো আমাকে করিস না। আমি আমাদের বাড়িতে জানাবো। তখন আমায় বলে বাড়িতে জানালে মুখে অ্যাসিড ছুঁড়ে মারব। সে ভয়ে আমি বাড়ি থেকে এক সপ্তাহ হল বেরোনো বন্ধ করে দিয়েছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট