কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা


সোমবার,০১/০৭/২০১৯
460

পশ্চিম মেদিনীপুর :– কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে আজ সকালে শালবনী ব্লকের ৬ নং কর্নগড় অঞ্চলের ভাদুতলা এলাকায়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে।

শুধু তাই নয় এলাকার সরকারি খাস জমিও টাকার বিনিময়ে বিভিন্ন শিল্পপতিদের দখল করার ব্যবস্থা করে দিয়েছে। প্রসঙ্গতঃ বেশকিছুদিন আগে এই অঞ্চল সভাপতি বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর থেকে বেশকিছুদিন ঘরছাড়া কাঞ্চন বাবু। তবে পরে পুলিশী হস্তক্ষেপে বাড়ি ফিরলেও আজ আবার বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে ও তার পরিবারকে। ঘটনাস্থলে রয়েছে শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট