দিনকয়েক আগেই গণপিটুনির কবলে পড়তে হয়েছিল বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে বিধায়ক আকাশকে। এ বার তেলেঙ্গানার এক মহিলা ফরেস্ট অফিসারকে লাঠি দিয়ে পেটালেন TRS বিধায়কের ভাই। জানা গিয়েছে, ফরেস্ট রেঞ্জ অফিসার সি অনিতা রবিবার সকালে সিরপুর মণ্ডলের সারাসালা গ্রামে গিয়ে সরকারি প্রকল্পে একটি জমিতে গাছ লাগানো শুরু করেছিলেন। তিনি এবং তার ২০ জন বনদফতরের কর্মী মিলে গাছ লাগাচ্ছিলেন। তখনই স্থানীয়রা জমির মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন।
গ্রামবাসীরা কোনেরু কৃষ্ণা রাওকে ডেকে নিয়ে যান। সে তার দলবল নিয়ে বনকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। শুরু হয় বেধড়ক মারধর, অনিতা গণপিটুনি থেকে বাঁচতে একটি ট্রাক্টরে উঠে পড়েছিলেন কিন্তু রেহাই পায়নি সেখানেও। কাঠের লাঠি দিয়ে তার মাথায় বেশ কয়েকবার আঘাত করা হয়। কৃষ্ণা রাওয়ের নেতৃত্বে গোটা দলবল অন্যান্য বনকর্মীদেরও বেধড়ক পেটান বলে অভিযোগ। এক বনকর্মী জানিয়েছেন, ‘বনকর্মীরা কেন সেখানে গিয়েছে তা ও জিজ্ঞাসা না-করে তাঁদের নৃশংসভাবে মারধর শুরু করেন কৃষ্ণা রাও ও গ্রামবাসীরা। ফরেস্ট রেঞ্জ অফিসার একজন মহিলা হয়েও নিষ্কৃতী পাননি। তাঁকেও ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়।’