কলকাতা : রবিবার রাজ্য জুড়ে পালিত হল হুল দিবস। এই দিন হুল দিবস উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে আয়োজিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন অনগ্রসর শ্রেণী ও আদিবাসি উন্নত দফতরের মন্ত্রীর রাজীব ব্যানার্জি, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্যের ১১ টি জেলায় আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আগামী দুই দিন ধরে হুল দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান চলবে। ১৮৫৭ খ্রীষ্টাব্দে সাঁওতাল বিদ্রোহকে স্মরণ করে হুল দিবস পালন করা হয়।এইদিন এই অনুষ্ঠানে ১৩ টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করেন। তাদেরকে ৫০০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
হুল দিবস উদযাপন
রবিবার,৩০/০৬/২০১৯
804