নরেন্দ্র মোদী সরকার তার আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রার অর্ধেক ছাড়িয়ে গেল


রবিবার,৩০/০৬/২০১৯
364

আর্থিক বছর শেষ হতে এখনও অনেক বাকি। নরেন্দ্র মোদী সরকার তার মধ্যে আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রার অর্ধেক ছাড়িয়ে গেল। ২০১৯-২০ আর্থিক বছর শুরু হয়েছে গত ১ এপ্রিল থেকে। আর গত মে মাসের শেষে কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতির পরিমাণ ছিল ৩.৬৬ ট্রিলিয়ন টাকা। যেটা বাজেটের সমগ্র আর্থিক বছরের জন্য নির্ধারিত ঘাটতির ৫২ শতাংশ। এই তথ্য সামনে আসে শুক্রবার সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে। প্রসঙ্গত, ১ ট্রিলিয়নের অর্থ হল ১,০০০,০০০,০০০,০০০ টাকা। সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি আর্থিক বছরের প্রথম ২ মাসে কর বাবদ নিট ১.১৫ ট্রিলিয় টাকা আয় হয়েছে সরকারের। সেখানে মোট খরচ হয়েছে ৫.১৩ ট্রিলিয়ন টাকা।

২০১৯-২০ আর্থিক বছরে আর্থিক ঘাটতির পরিমাণ বিগত আর্থিক বছরের মতো ৩.৪ শতাংশের মধ্যে বেঁধে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। দেশের নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে, সাধারণ বাজেটের প্রাক্কালে দাঁড়িয়ে সাম্প্রতিকতম এই পরিসংখ্যান এক বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট