বেসরকারিকরণের আগে চাই বকেয়া বেতন, হুঁশিয়ারি দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানচালকরা


রবিবার,৩০/০৬/২০১৯
344

বেসরকারিকরণের আগে চাই বকেয়া বেতন, এই মর্মে শনিবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানচালকরা। নরেন্দ্র মোদী সরকারকে তারা
জানিয়েছেন, প্রাপ্য অর্থ না-পেলে ‘ন্যাশনাল কোম্পানি ট্রাইবুন্যাল’ (এনসিএলটি)-এর দ্বারস্থ হবেন তারা। এয়ার ইন্ডিয়ার পূর্ণ মালিকানার নিলাম হওয়ার কথা জুলাই মাসের গোড়াতেই। পাইলট অ্যাসোসিয়েশনের দাবি, তার আগে প্রত্যেককে এক কোটি টাকার আর্থিক প্যাকেজ দিতে হবে। বিমানচালকদের দাবি, এর মধ্যে অবিলম্বে ১৫ শতাংশ সুদ-সহ বকেয়া বেতন মেটাতে হবে।

অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইসেস’ (সিপিএসইএস) গৃহীত নীতি অনুযায়ী অন্য সংস্থাগুলির মতোই বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় আগে বেতন, ভাতা-সহ সমস্ত প্রাপ্য টাকা মেটাতে হবে। ইন্ডিয়ার এয়ার পাইলটেরা গত বছরও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাঁরা প্রায় আট মাস ধরে টানাপোতাড়োনার পরে বকেয়া বেতন আদায় করতে পেরেছিলেন। অভিযোগ, ২০০৭ সালে ঘোষিত ১৯৯৭-২০০৬ পর্বের ‘এরিয়ার’ এবং ২০১২ সালে সব কর্মীর জন্য ঘোষিত বেতনের ২৫ শতাংশ এখনও মেলেনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট