অজিদের বিরুদ্ধে ট্রেন্ড বোল্ডের হ্যাট্রিক


রবিবার,৩০/০৬/২০১৯
819

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; শনিবারের লর্ডসে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে হ্যাট্রিক পেলেন ট্রেন্ড বোল্ড। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। শুরুতেই নিউজিল্যাণ্ড বোলারদের দাপটে উইকেট হারিয়ে চাপে পরে যায় অজিরা।  শেষ  ওভারের তৃতীয়-চতুর্থ-পঞ্চম বলে বোল্ট আউট করেন খোয়াজা-স্টার্ক-বেহেরনডর্ফকে  । চলতি বিশ্বকাপে হ্যাট্রিক করলেন নিউজিল্যাণ্ড দলের অন্যতম সেরা বোলার ট্রেন্ড বোল্ড। বোল্ডের দুরন্ত বোলিং এর দাপটে অল্পরানে আটকে যায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ২৪৩ রানে থামে অজিদের ইনিংস। রান তারা করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে যায় কিউয়িরা। এদিন মার্টিন গাপ্তিল ২০ ও হেনরি নিকোলস ৮ রান করে আউট হয়ে যান। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ৫টি উইকেট নেন মিচেল স্টার্ক,জেসন বেহেন্ড্রফ ২ টি উইকেট নেন। অজি বোলারদের দাপটে ১৫৭ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যাণ্ডের ইনিংস। চলতি বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য পাঁচ উইকেট দখল করলেন স্টার্ক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট