শ্রমিক নেতা রমেন পান্ডে প্রয়াত


শনিবার,২৯/০৬/২০১৯
541

কলকাতা : চলে গেলেন বিশিষ্ট শ্রমিক নেতা রমেন পান্ডে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আই এন টি ইউ সি-র প্রাক্তন রাজ্য সভাপতি। মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। রমেন পান্ডে দীর্ঘদিন ধরে বাংলায় শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। বাম শ্রমিক সংগঠন গুলির সঙ্গেও যৌথভাবে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন রমেন পান্ডে। শনিবার সন্ধ্যায় তার মৃতদেহ নিয়ে আসা হয় প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমমেন মিত্র, কংগ্রেসেরর রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি প্রদীপ ভট্টাচার্য সহ দলের বিশিষ্ট নেতারা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কয়েকদিন আগে থেকেই কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন প্রয়াত নেতা। ভর্তি ছিলেন বাড়ির কাছেই এক বেসরকারি হাসপাতালে। ডায়ালিসিস করা হয়েছিল তার। বিশ্রাম এর নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে চলে যেতে হল। রমেন পান্ডের মৃত্যুতে শ্রমিক আন্দোলনের ব্যাপক ক্ষতি হলো বলে এদিন কংগ্রেস নেতারা মন্তব্য করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট