মোবাইলে কথা বলতে ব্যস্ত মা, রেলিং গলে পড়ে গেল শিশু


শুক্রবার,২৮/০৬/২০১৯
431

মোবাইলে কথা বলতে ব্যস্ত মা, রেলিং গলে পড়ে যাচ্ছে শিশু, ভাইরাল হল ভিডিও। এই ঘটনা ঘটেছে কলম্বিয়া -র ম্যাডেলিনে ৷ মা ব্যস্ত নিজের ফোনে কথা বলতে , আর মায়ের এই অন্যমস্কতার সুযোগ নিয়ে বাচ্চা পড়ে যাচ্ছিল রেলিং গলে ৷ এই মারাত্মক ছবি ধরা পড়েছে সিসিটিভিতে ৷ ভিডিওটিতে শুরু থেকে দেখা যাচ্ছে একটি লিফটের দরজা খুলে গেল তার ভিতর থেকে একজন মহিলা তাঁর শিশুকে নিয়ে বেরিয়ে এলেন৷ সেই লিফটে আরও একজন পুরুষও ছিলেন ৷

লিফট থেকে বেরিয়েই তিনি ফোনে কথা বলতে শুরু করেন ও শিশুটি নিজের মনে ঘোরাফেরা করছিল ৷ এই অবস্থায় হঠাৎই একটা বারান্দার মতো জিনিসের দিকে এগিয়ে যায় শিশুটি ৷ বারান্দাটিতে কোনও রেলিং ছিল না ৷ বাচ্চাটি সেই ফাঁক গলে রেলিংয়ের বাইরে পড়ে যাচ্ছিল ৷ ঠিক মোক্ষম মুহূর্তে মা ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে ধরেন ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট