বিদেশীএকটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে যে, নেইমার বার্সিলোনা সতীর্থদের মেসেজ করে জানিয়েছেন “চিন্তা কোরো না”- আমি আসছি! ২০১৮–১৯ মরশুম শেষ হতেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল নেইমারের বার্সিলোনা প্রত্যাবর্তন নিয়ে।
নেইমার যে প্যারিসে খুশি নন তা তিনি ঘনিষ্ঠ মহলে বহুবার জানিয়েছেন। চোটের কারণে গত মরশুমে অনেক ম্যাচ খেলতেই পারেননি নেইমার। তা ছাড়া ও চোটের কারণে দল থেকে ছিটকে যান কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই। বার্সিলোনার একটি সংবাদমাধ্যম সূত্রের মাধ্যমে জানাগিয়েছে যে নেইমারকে পুরনো ক্লাবে ফিরতে হলে তিনটি শর্ত মেনে নিতে হবে, ১। পারিশ্রমিক কমাতে হবে ২। ক্লাবের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে হবে ৩। সংবাদমাধ্যমের সামনে এসে পুরনো ক্লাবে ফিরে আসার কথা জানাতে হবে।
“বার্সিলোনার তিনটি শর্ত মেনে নিয়ে নেইমার আবার পুরনো ক্লাবের জার্সি গায়ে মাঠে নামবেন আগামী মরশুমে” জানাচ্ছে বিদেশী সংবাদমাধ্যমগুলো। ফুটবল মহল মনে করছে, এত সহজে হয়ত পিএসজি ছেড়ে দেবেন না নেইমারকে।