ভগ্ন কাঠের সেতু সংস্কারের দাবি


বৃহস্পতিবার,২৭/০৬/২০১৯
526

হাওড়া:উদয়নারায়নপুর বিধানসভার অন্তর্গত দেবিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিন চাঁদচক ও আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালপুরে কানা দামোদর নদীর উপর আছে ভগ্ন কাঠের সেতু। সংস্কারহীন কাঠের সেতুটি সংস্কার না করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। ভগ্ন কাঠের সেতুর উপর দিয়ে জনসাধারনকে জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও শেষ দফতরকে জানানো সত্ত্বেও সংস্কার করার কোনো হেলদোল নেই।

তাঁদের দাবি শীঘ্রই সংস্কার করা হোক ও কংক্রিটের করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হোক। হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ কর্মদক্ষ রমেশ চন্দ্র পাল বলেন,সেচ দফতরের আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আশা রাখি। বিধায়ক অসিত মিত্র বলেন, আমি এলাকার মানুষদের সঙ্গে নিয়ে বিভাগের আধিকারিকদের সাথে কথা ও যোগাযোগ রেখে চলেছি। যাতে দ্রুত কাঠের সেতু পুনরায় নির্মান করা যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট