মাওবাদী হানায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন


বৃহস্পতিবার,২৭/০৬/২০১৯
538

ঝাড়গ্রাম : মাওবাদী হানায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসন টালবাহানা করছে। কাজের কোন কাজ হচ্ছে না। তাই আমাদের দাবি মানা না হলে জেলাশাসকের গেট ছেড়ে উঠব না বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক শুভঙ্কর মন্ডল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬-২০১০ সাল পর্যন্ত জঙ্গলমহলে মাওবাদী হানায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৪৫০ টি। পরিবারগুলি বর্তমানে আর্থিক কারণে দৈন্যদশার মধ্যে ভুগছে।

তাদের দাবি যারা আমাদের পরিবারের সদস্যদের মেরেছে সেই সব মাওবাদীদের রাজ্য সরকার পুনর্বাসন ও সরকারি চাকরি দিয়েছে। কিন্তু যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে তাদের প্রতি সরকার কোন রকম সহানুভূতি দেখায়নি। কোন ব্যবস্থা নেয়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট