দেশের শীর্ষ গুপ্তচর ও গোয়েন্দা সংস্থায় বড় পরিবর্তন


বৃহস্পতিবার,২৭/০৬/২০১৯
368

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শীর্ষ গুপ্তচর ও গোয়েন্দা সংস্থায় বড় পরিবর্তন করলেন।রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র (R&AW)-এর নতুন প্রধান হতে চলেছে সমন্ত গোয়েল, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই IPS অফিসার ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইক ও ২০১৯ বালাকোট এয়ার স্ট্রাইকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো বা ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) নতুন প্রধান নিয়োগ করা হয়েছে কাশ্মীর বিশেষজ্ঞ অরবিন্দ কুমারকে।দুজনই ১৯৮৪ ব্যাচের IPS। সমন্ত পঞ্জাব ও কুমার অসম-মেঘালয় ক্যাডারের অফিসার।

সমন্ত গোয়েল বর্তমানে এক্সটার্নাল ইন্টালিজেন্স এজেন্সির অপারেশন দেখভাল করেন। অন্যদিকে, মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার পর অধুনা IB-র কাশ্মীর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অরবিন্দ তিনি এখন IB-র হয়ে কড়া হাতে মাও সন্ত্রাস সামলানোর পর বর্তমানে স্পেশাল ডিরেক্টর হিসেবে কাশ্মীরের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে IB প্রধান রাজীব জৈন ও R&AW প্রধান অনিল এর মেয়াদ শেষ হচ্ছে জুনেই। এবং মাসের মধ্যেই R&AW ও IB-র নয়া প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন দুই অফিসার বলে জানাগিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট