বিপদে পড়ে কংগ্রেস ও সিপিএমকে এখন পাশে পেতে চাইছেন মুখ্যমন্ত্রী : সোমেন মিত্র


বুধবার,২৬/০৬/২০১৯
629

বিজেপি কে প্রতিহত করতে কংগ্রেস ও সিপিএমকেউ পাশে রাখার পক্ষে মত পোষণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তার কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। লেক মলের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আয়োজিত ধরনা ও অবস্থান মঞ্চে অংশগ্রহণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একহাত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে সোমেন মিত্র বলেন, যে রাজ্যে কংগ্রেস কে সাইনবোর্ড করে দিলেন, যে রাজ্যে সিপিএমকে সামাজিক দিক থেকে বিচ্ছিন্ন করে দিলেন, সেই রাজ্যে কংগ্রেস ও সিপিএম এর প্রতি মুখ্যমন্ত্রীর এত দরদ কেন? সোমেন মিত্র বলেন, আজকে বিপদে পড়ে কংগ্রেসের কথা মনে পড়ছে মুখ্যমন্ত্রীর।
উনি অনেক কথায় বলেন, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা কঠিন।

কাটমানি ইস্যুতেও এদিন সোচ্চার হোন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, কাটমানি ফেরত দেব বললেই তো হবে না, আগে নিজের থেকে তা শুরু করতে হবে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। বাংলায় সাম্প্রতিক সন্ত্রাসের পরিবেশের জন্য কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য তৃণমূল সরকারকেই দায়ী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট