তেলুগু দেশম পার্টির এক নেতাকে অন্ধ্রপ্রদেশে কুপিয়ে খুন করা হল। দুষ্কৃতীরা মঙ্গলবার তাকে তার নিজের বাড়ির সামনেই তাঁকে কুপিয়ে করে বলে আভিযোগ। মঙ্গলবার সন্ধেবেলা বাড়ি থেকে বার হন টিডিপি নেতা উমা যাদব। তিন দুষ্কৃতী তার পিছু নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নেতার। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ। পুলিশি সূত্রে জানাগিয়েছে, TDP নেতা একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। ব্যক্তিগত আক্রোশের কারণে তাঁকে খুন করা হতে পারে। এর পেছনে রাজনৈতিক সড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন চন্দ্রবাবু নাইডু।
তাঁদের দাবি, YSR কংগ্রেস বিধানসভা ভোটে জেতার পর থেকেই তাঁদের দলের লোকেদের উপর আক্রমণ বেড়ে চলেছে। এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এর আগেও বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে ওয়াইএস জগন মোহন রেড্ডিকে ৬ মাস সময় দেব। তবে যেভাবে ফলপ্রকাশের পর থেকে আমাদের দলীয় কর্মীদের উপর হামলা হচ্ছে তাতে আমরা চুপ করে বসে থাকব না।’