নিজস্ব প্রতিবেদন ঃ ২৮৫ রানের লক্ষ্যে মাথায় নিয়ে মাঠে নেমে শুরুতেই পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় ইংল্যাণ্ড দল। অজিদের হয়ে ৪ টি উইকেট নেন মিচেল স্টার্ক, জেসন বেনড্রফ ৫ টি উইকেট নেন। এছাড়া এদিন দ্রুত আউট হয়ে ফিরে যান ইংল্যাণ্ড দলে অন্যতম সেরা ক্রিকেটার জো রুট। অল্প রানের লক্ষ্যে নিয়ে মাঠে নেমে শুরুতেই পর পর উইকেট হারিয়ে রীতিমত চাপে পরে যায় ইংল্যান্ড দল। এরপর ম্যাচের হাল ধরেন স্টোকস। এদিন তিনি ১১৫ বলে ৮৯ রান করেন। কিন্তু তিনি ফিরে যেতেই তাসের ঘরের মত ভেঙ্গে পরে ইংল্যান্ড দল। শেষ পর্যন্ত ৪৪.৪ বলে ২২১ রানেই শেষ হয়ে যায় মর্গান্ দের ইনিংস। ঘরের মাঠে আবারও পরাজিত হল ইংল্যাণ্ড।
ইংল্যান্ডকে পরাজিত করল অস্ট্রেলিয়া
বুধবার,২৬/০৬/২০১৯
828
বাংলা এক্সপ্রেস---