৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা মৃত এক


বুধবার,২৬/০৬/২০১৯
616

ঝাড়গ্রাম:- মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বাঁকশোলের কাছে ৬নংজাতীয় সড়কে ট্রাক ও ইনোভার মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইনোভার চালকের । আশংকাজনক অবস্থায় একই পরিবারের ৬ কে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে । দুমড়ে মুচড়ে গেছে ইনোভা গাড়িটি ।

পুলিশ সুত্রে জানা গেছে কলকাতা থেকে পরিবারিক কাজ সেরে জামশেদপুরে নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিল এই পরিবারটি ।বাঁকশোলের কাছে যেখানে বিপরীত মুখি ট্রাক ও ইনোভার মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইনোভার চালকের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট