জট কাটল না রাহুলের ইস্তফা দেওয়ার বিষয়টা


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
344

ফের দলের কাজে ফিরছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।সেটার ইঙ্গিত মিললেও জট কাটল না রাহুলের ইস্তফা দেওয়ার বিষয়টা।তিনি হরিয়ানা ও মহারাষ্ট্রে আসন্ন ভোটের আগেই নেতাদের সঙ্গে বৈঠক করতে চান, কিন্তু তাঁর পদত্যাগ নেওয়ার বিষয় এখনও অবসান ঘটেনি।জানা গিয়েছে যে সামনের বৃহস্পতিবার দলের হরিয়ানা শাখার নেতাদের সঙ্গে বৈঠক করবেন । চলতি সপ্তাহেই তিনি কথা বলবেন নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্রের নেতাদের সঙ্গে। সূত্রের খবর, নিজের বাড়িতে হরিয়ানা স্টেট কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার মহারাষ্ট্রের শীর্ষ নেতাদেরও বৈঠকের জন্য ডেকেছেন সনিয়া-পুত্র।তিনি এখানেই স্থগিত হয়ে যাননি শুক্রবার ভোটের ফল পর্যালোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকেও।

তবে এসবের মধ্যে এখনও তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও আনুষ্ঠানিক বার্তা লক্ষ্য করা জাইনি। লোকসভা নির্বাচনে ভড়াদুবির পর ২৫ মে তিনি দলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।কিন্তু তা দলের শীর্ষ নেতারা তাঁকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালেও, এককাট্টা মনোভাব দেখিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট