ওই জন্ম


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
3007

সংহিতা মিস্ত্রী---

ওই জন্ম
আবার একটা জীবন পেলে
সবটা নিয়ে বাচঁবো দেখ
আবার একটা জীবন পাব
তাইতো তোমায় খুঁজিনাগো
যা পেয়েছি এটাই এখন
যতন করে রাখতে জানি
আকাশ, বাতাস এই পৃথিবী
সবটা ভালোবাসতে জানি
তোমায় নিয়ে স্বপ্নে ভাবি
বাস্তবতা থেকে অনেক দূরে
যতটা পথ গেলে পরে
তোমায় বাধি আমার সুরে
কল্পনাতে তুমি ঠিকই
আমার মনের মতন দেখাও
নিজের করে রাখি তখন
ওটুকুই তো শক্তি যোগাও
এ জীবন তো শেষের পথেই
হিসেব করে চলতে শিখি
পরের জীবন ঠিক দেখবে
তোমায় খুঁজে পাবো ঠিকি
এবার তো ফাঁকি দিলাম
তোমায় পাওয়ার যাত্রাপথে
ঐ জনমে তোমায় পাবই
এ জীবনে না পাওয়ার শর্তে
তোমায় পেতে আরো হাজার জীবন
রাখতে পারি বাজি দেখ
শরীর আমার ভরিয়ে দেব
তোমার ভালোবাসার ক্ষতে
অপেক্ষাতে তুমিও থেকো
হয়তো বা জানলেনা কারণ
আমায় পাবার শর্তে তুমিও
এই জন্মে পাওয়া বারন।

**** সংহিতা মিস্ত্রী ****

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট