কাটমানি ইস্যুতে সরগরম বিধানসভা


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
562

কলকাতা : কাটমানি ইস্যুতে আজও সরগরম বিধানসভা। রাজ্য বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে গতকাল বিরোধী দলের পক্ষ থেকে কাটমানি ইস্যুতে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছিল। কিন্তু সরকারপক্ষ এ বিষয়ে আলোচনা নাকচ করে দেয়। এরপরও বিরোধীরা কাটমানি ইস্যুতে তাদের বক্তব্য বলতে গেলে শাসকদলের বিধায়করা চিৎকার-চেঁচামেচি করে থামিয়ে দেন বিরোধী বিধায়কদের। মঙ্গলবারও অন্যথা হলো না। বিরোধী বিধায়কদের তরফ থেকে কাঠ মানি ইস্যুতে আলোচনা চাওয়ার জোরালো দাবি জানানো হয়। বিজেপি বিধায়ক কাটমানি নিয়ে বলতে গেলে শাসকদলের বিধায়করা তা থামিয়ে দেন।

পরে তা নিয়ে সরব হন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের বিধায়করা। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে কাটমানি ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নেন। সুজন চক্রবর্তী বলেন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা কাটমানি নিয়েছেন তারা ফেরত দিন অন্যদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন দলের 99.99% স্বচ্ছ। কার বক্তব্য সঠিক তা নিয়ে প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। এই বিষয়ে বিধানসভায় কেন আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট