ক্ষমতায় এলে এনকাউন্টারের হুঁশিয়ারি রাজ্য বিজেপি নেতাদের


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
566

ক্ষমতায় এলে এনকাউন্টারের হুঁশিয়ারি রাজ্য বিজেপি নেতাদের। ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ। মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেই আবহে বিজেপি নেতাদের মন্তব্য আগুনে ঘি ঢালবে না তো?ক্ষমতায় আসার পর দুষ্কৃতীরাজ নিয়ন্ত্রণ করতে উত্তরপ্রদেশ পুলিশকে এনকাউন্টারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একের পর এক এনকাউন্টারের ফলে অস্বস্তি বাড়ছে যোগী সরকারের। একাধিক মামলা ঝুলছে সুপ্রিম কোর্টেও। এবার সেই হুমকি উত্তর ২৪ পরগনাতেও।

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আর বসিরহাটে সায়ন্তন বসুর কথায় সেই হুমকি। বিজেপি নেতা সায়ন্তন বসুর হুমকি ‘হয় গ্রেফতার, নয় এনকাউন্টার। অপরাধীদের আর সুযোগ নয়৷’ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এনকাউন্টারের রাজনীতি সমর্থন করি না ৷ তৃণমূলের পথেই চলার চেষ্টা বিজেপির ৷ সেই একইসুরে কংগ্রেস নেতা মান্নানের বক্তব্য, এনকাউন্টারের রাজনীতি কাম্য নয় ৷ ভোটের ফল বেরিয়ে গেলেও রাজনৈতিক হিংসা থামছে না রাজ্যে। মৃত্যু হচ্ছে এখনও।অএই নিয়ে আশঙ্কায় আমজনতারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট