দক্ষিণ দিনাজপুর: আরও একবার ভাঙ্গন তৃণমূলে। এবার ভাঙন ধরল সাংগঠনিক স্তরে। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র কার্যত দলবল নিয়ে যোগ দিলেন বিজেপিতে। সেই সঙ্গে দলবদল করলেন দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য। যার ফলে দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও আস্তে পারে বিজেপির দখলে। আপরদিকে, তৃণমূলের কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারিও ঘাসফুল ছেড়ে যোগ দিলেন পদ্মশিবিরে। দিল্লিতে গোটা যোগদান পর্বটি মঞ্চস্থ হল। সেখানে বিজেপির তরফে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ প্রমুখ।
সকলেই দাবি করেন, এই দল পরিবর্তন সবে শুরু। যখন শেষ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে লোকসভার টিকিট বিপ্লব মিত্রর বদলে অর্পিতা ঘোষকে দেওয়াই ক্ষুব্ধ হয়ে দলবদলে বিজেপিতে দেন তিনি। তবে বিপ্লব মিত্রর মতো প্রভাবশালী, সাংগঠনিক নেতা দলবদল করায় দুশ্চিন্তা বাড়তে পারে তৃণমূলের।