কাটমানি ফেরত এবং ফেরত কাটমানি দিয়ে রাস্তা সারাইয়ের দাবি তুলে পথ অবরোধ বিজেপি সহ গ্রামবাসীদের


সোমবার,২৪/০৬/২০১৯
626

পশ্চিম মেদিনীপুর :- তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মত কাটমানি ফেরত দিতে হবে সকল নেতাদের।এই নিয়ে বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ।এবার বিগত দিনে বিধায়কের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে এবং কাটমানি ফেরত দিয়ে রাস্তা মেরামতের দাবি জানিয়ে দাঁতন থেকে মোহনপুর সোলপাট্টা গামী পথ অবরোধ করে বিজেপি সহ গ্রামবাসীরা।ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অস্থি গ্রামে।প্রসঙ্গত দাঁতন স্টেশন সংলগ্ন চাউলিয়া থেকে দাঁতনের আইকোলা পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ কিমি রাস্ত‍‍ার কঙ্কালসার অবস্থা।কোথাও কোথাও রয়েছে বড় বড় গর্ত।গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তা দিয়ে উড়িষ্যা-মোহনপুরের যোগাযোগ।প্রতিদিন এই র‍াস্তা দিয়ে অনেক গাড়ি মানুষের যোগাযোগ।তবে বিগত বেশ কয়েকটি নির্বাচন থেকে বিধায়ক বিক্রম প্রধান রাস্তা মেরামতি করবে বললেও সমস্ত টাকা সে আত্মসাত করেছে।

গ্রামবাসীদের দাবি অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে এবং সেই কাটমানির টাকা মানুষের জন্য রাস্তা মেরামতের কাজে লাগাতে হবে।এলাকায় ছিল বিশাল পুলিশ বাহিনী।প্রায় এক ঘন্টা অবরোধের পর এই অবরোধ তুলে নেয়।এলাকায় উত্তেজনা।টাকা ফেরত না দিলে ও রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট