বিহার: অনেকটাই চিন্তিত সুপ্রিম কোর্ট, এনসেফালাইটিসের ভয়াবহতায়, নোটিশ কেন্দ্র ও বিহার সরকারকে। ১জুন থেকে বিহারের মুজফফরপুর এনসেফালাইটিস এর প্রকোপে এখন পর্যন্তশিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে১৪০টিরও বেশি শিশুর তারি ব্যাখ্যা চেয়ে কেন্দ্র ও বিহার সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।যে এই ভয়াবহ রোগ জন্য রাজ্য সরকার এই রোগ মোকাবিলায় কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত।
এনসেফালাইটিসে আক্রান্ত শিশুদের চিকিত্সায় জন্য যথাসম্ভব মেডিক্যাল বিশেষজ্ঞদের একটি দল গঠনের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোহর প্রতাপ ও সনপ্রীত সিং আজমানি।এই রোগ ছড়ানোর পর সরকার যাবতীয় পদক্ষেপ করেছে বলে শীর্ষ আদালতে দাবি করে বিহার। দাবি করা হয়, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১ জুন থেকে বিহারে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪০টিরও বেশি শিশুর।প্রায় ৬০০ শিশুর মধ্যে এই রোগ ছড়ায়। এ দিন এই সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদাশত বললেনএ ভাবে আর চলতে পারে না। আমরা একটি নির্দিষ্ট জবাব চাই।