দিল্লির উত্তম নগরের মোহন গার্ডেনের এক বাড়ি থেকে এক দম্পতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার


সোমবার,২৪/০৬/২০১৯
307

দিল্লি: শনিবার সন্ধ্যায় দিল্লির উত্তম নগরের মোহন গার্ডেনের এক বাড়ি থেকে এক দম্পতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশেরা জান্তে পারে, টাকাপয়সা সংক্রান্ত কোনও বিবাদের জন্য এই খুন করা হয়। এখনও তদন্তকারীরা কিছু নিশ্চিতভাবে বলতে পারছেন না। আরও যানা গিয়েছে, নিহত ৫৭ বছরের হরিবল্লভ সিং ছিলেন দৃষ্টিহীন। তিনি সরকারি স্কুলে সংগীতের শিক্ষকতা করতেন। পাশাপাশি তার স্ত্রী শান্তি সিং -এর দেহও উদ্ধার করেছেন পুলিশ। ডেপুটি পুলিশ কমিশনার জানান, এদিন সন্ধে ৭টা নাগাদ ওই দম্পতির মেয়ে থানায় ফোন করে ঘটনাটি জানান। ]

তার পরেই মোহন গার্ডেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তিনি আরও জানিয়েছেন, ওই দম্পতির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মূলত ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আঘাতের ধরন দেখে পুলিশের অনুমান, ছুরি জাতীয় কিছু দিয়ে খুন করা হয়েছে। তিনি জানান, খুনির নাগাল পেতে সিসিটিভি ফুটেজ ও হাতের ছাপ খতিয়ে দেখা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট