Facebook নিয়ে এসেছে এক নতুন ক্রিপ্টোকারেন্সি গোটা দুনিয়ার সামনে। এই কারেন্সির নাম দেওয়া হয়েছে ‘লিব্রা’। এই বছরের শেষের দিকে ক্রিপ্টো-কারেন্সি পরীক্ষামূলকভাবে চালু করবে বলে জানিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির ভিতোরে ডিজিটাল পেমেন্ট সিস্টেমটিকে ‘গ্লোবাল-কয়েন’ হিসেবে ডাকা হচ্ছে। এতে দাম ওঠানামা হবে না কারণ একসঙ্গে একগুচ্ছ কারেন্সি নিয়ে এই ক্রিপ্টোকারেন্সি চলবে। বিভিন্ন টাকা ট্রান্সফারে খুব কম ফি দিয়ে এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা যাবে। ফলে ডিজিটাল পেমেন্টের জগতে বড়ো বিপ্লব আনতে চলেছে ফেসবুক।
ওয়েস্টার্ন ইউনিয়নসহ বিভিন্ন মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষরা যাতে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে কোনও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই মানুষ যেন সহজেই টাকা আদান-প্রদান করতে পারে।