ভারতে 5G হ্যান্ডসেট নিয়ে আসবে Realme


শনিবার,২২/০৬/২০১৯
1067

Realme সংস্থার ভারতীয় শাখার ডিরেকটর মাধব শেঠ জানিয়েছেন ভারতে 5G প্রযুক্তির পরিষেবা চালু হওয়ার অন্তত ৬ মাস আগে ভারতে 5G হ্যান্ডসেট নিয়ে আসবে Realme। বর্তমানে দুই অপারেটর সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল-এর সহযোগিতায় 5G ডিভাইসের পরীক্ষা চালাচ্ছে এই সংস্থাটি। হায়দরাবাদে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এই গবেষণার কাজ চলছে বলে জানিয়েছেন Realme-র ভারতীয় শাখার প্রধান। কলকাতায় Realme সি২ ফোন উন্মোচনের দিন তিনি বলেন, ‘ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার।

অদূর ভবিষ্যতে ভারতে 5G প্রযুক্তি নির্ভর টেলিকম পরিষেবা চালু হবে। সেই কারণে এ দেশে ব্যবসা সম্প্রসারণে ফাইভ-জি আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। ভারতে টেলিকম অপারেটররা ফাইভ-জি পরিষেবা চালু করার ৬ মাস আগে বাজারে আমাদের ডিভাইস অবশ্যই চলে আসবে।’ কিন্তু সেই ডিভাইসের দাম সম্বন্ধে কোনো খোলসা করেননি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট