দিল্লী: বিরোধীদের বিক্ষোভের প্রচেষ্টায়! লোকসভায় পেশ হল তিন তালাক বিল। মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটন অন ম্যারেজ) বিল ২০১৯-ই ভোটে জিতে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদে পেশ করা প্রথম বিল।শুক্রবার লোকসভায় তিন তালাক বিরোধী বিল পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। লিঙ্গ সাম্যতা ও সুবিচারের জন্য এই বিলের প্রয়োজনীয়তার কথা বলেন রবিশংকর। বিলের স্বপক্ষে ভোট দেন ১৮৬ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ৭৪ জন।সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথা বেআইনি ঘোষণা করার পরেও দেশে ২০০-র বেশি তিন তালাক দেওয়ার ঘটনা ঘটেছে।
সব ধর্মের ঊর্ধ্বে মহিলাদের সুবিচারের প্রশ্নের সঙ্গে জড়িয়ে বলে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী।এই কারণেই তিন তালাক বিরোধী আইন আনা দরকার বলে মন্তব্য করেন তিনি।কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘আমি তিন তালাকের বিরুদ্ধে। কিন্তু এই বিলেন সিভিল ও ক্রিমিনাল আইন মিলিয়ে দেওয়া হয়েছে। মুসলিমরাই শুধু স্ত্রীকে পরিত্যাগ করেন তা নয়, ধর্ম নির্বিশেষে স্ত্রী পরিত্যাগ করা দণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য হোক।’ বিজেপিকে সরাসরি আক্রমণ করে এআইএমআইএম-এর নেতা আসাউদ্দিন আওয়াসি বলেন, ‘মুসলিম মহিলাদের প্রতি বিজেপির এত ভালোবাসা, কিন্তু হিন্দু মহিলাদের সবরীমালায় ঢুকতে দিতে চায় না।’