ব্যাটিং করতে নেমেই আউট হলেন সৌম্য সরকার, লড়াইয়ে তামিম-শাকিব


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
678

বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৩৮১/৫ পৌঁছায় তার জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে গেলেন সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন শাকিব আল হাসান। ফলে অস্ট্রেলিয়া শুরুটা ভাল করে দিল। ১০ ওভারে অস্ট্রেলিয়া ৫৩-০। ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ৫৩ রান করে সৌম্য সরকারের বলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। ২১ ওভারে অস্ট্রেলিয়া ১২১-১। হাফ সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার। নিজের ১৬তম সেঞ্চুরিটি সেরে ফেললেন ডেভিড ওয়ার্নার। ৩৬ ওভারে অস্ট্রেলিয়া ২১২-১। ১৬৬ রানে আউট হলেন ডেভিড ওয়ার্নার। ৮৯ রানে ফিরলেন উসমান খোয়াজা। ৩২ রান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিন উইকেট নিলেন সৌম্য সরকার। বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকলেও ওভার কমাতে হয়নি।

২০১৯-এর বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। যদিও বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট ধরা হচ্ছে অস্ট্রেলিয়াকেই তবুও আগাম বাংলাদেশের শক্তি সম্পর্কে ধারণা করা মুশকিল। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কয়েকটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণভাবে জয়ে ফিরেছেন মাশরাফে মোর্তাজারা। দারুণ ফর্মে রয়েছে দলের অল-রাউন্ডার শাকিব আল হাসান। দুটো সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে ইতিমধ্যেই। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরিই জয়ের রাস্তা দেখিয়েছে দলকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট