তুমুল বোমাবাজিওগুলিতে অবশেষে রণক্ষেত্র ভাটপাড়া


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
623

ব্যারাকপুর : তুমুল বোমাবাজিওগুলিতে অবশেষে রণক্ষেত্র ভাটপাড়া, নিহতের সংখ্যা ২! লোকসভা ভোটের আগে থেকে ব্যারাকপুরের ভাটপাড়া সংলগ্ন এলাকায় চলছিল রাজনৈতিক হিংসা কিন্তু সেই হিংসা আজও মেটেনি। সেই জন্য এলাকা দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠল ভাটপাড়া৷ গুলিতে নিহত হলেন ২ স্থানীয় যুবক৷ আহত অবস্থায় আরও ৪ জন ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে।মৃতদের নাম সন্তোষ সাউ ও রামবাবু সাউ৷এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী।

সূত্রের খবর ভাটপাড়ায় এদিন তদন্ত কেন্দ্র উদ্বোধনের কথা ছিল কিন্তু সকালে দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। চলতে থাকে মিনিটে মিনিটে বোমাবাজি ও গুলি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী।দুষ্কৃতীদের দিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ৷ সংঘর্ষে গুরুতর জখম হন বেশ কয়েকজন৷ এলাকা থেকে প্রচুর বোমা ও রিভলভার উদ্ধার করে পুলিশ৷ গোটা ভাটপাড়া এই মুহূর্তের মধ্যেই স্তব্ধ৷ দোকানপাট সব বন্ধ। স্থগিত করা হল তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট