নিজস্ব প্রতিবেদন; চলতি বিশ্বকাপের শুরুতেই একের পর এক ম্যাচ জয়ের পরও চোট আঘাত কিছুতেই পিছু ছারছে না টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে ম্যাচে চোট পান টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। ইতিমধ্যে চোটের কারনে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। অন্যদিকে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালিন চোট পান। তবে সুত্রের খবর ভুবিকে দু’টো ম্যাচে বাইরে বসতে হতে পারে। এরই মধ্যে বুধবার প্র্যাক্টিসে নেটে ব্যাট করার সময় বাঁ-পায়ের বুড়ো আঙুলে চোট পান। তবে তাঁর চোট কি গুরুতর? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। স্বাভাবিক ভাবে এই চোট –আঘাত ভারতীয় শিবিরের উদ্বেগ কিছুটা বাড়িয়ে তুলছে তা বলার অপেক্ষা রাখে না।
চোট-আঘাত কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার
বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
714
বাংলা এক্সপ্রেস---