জয়ের ধারা অব্যাহত রাখল নিউজিল্যান্ড


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
668

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে  এদিন শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। কুইন্টন ডি কক আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন দু প্লেসি। এছাড়া দক্ষিন আফ্রিকার হয়ে ৮৩ বলে ৫৫ রান করেন হাসিম আমলা। নিউজিল্যাণ্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, ফাগ্রুসন, গ্র্যান্ডথোম ও সান্টনার একটি করে উইকেট পান। নিউজিল্যান্ড বোলারদের দাপটে বড় রানের লক্ষ্যে পৌঁছাতে পারল না প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানে থামল দক্ষিন আফ্রিকার ইনিংস। নিউজিল্যান্ডের পেস আক্রমণ রীতিমতো শক্তিশালী। ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, টিম সাউদিরা যে কোনও দলের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরাতে সমর্থ তা আজকের ম্যাচ তা আবারও প্রমানিত। জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।শুরুতেই গুরুত্বপুর্ন উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায় কিউয়িরা। এদিন ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামস।এছাড়া এদিন ৫৯ বলে ৩৫ রান করেন গুপ্টিল, । শেষ পর্যন্ত উইলিয়ামসনের ১০৬ রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউয়িরা।এই ম্যাচ পরাজয়ের পর এবারের মতো কার্যত শেষ প্রোটিয়া বাহিনীর বিশ্বকাপ অভিযান।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট