নরওয়ের ব্রিমুনডাল উপত্যকায় মিয়োসা হ্রদের তীরে অবস্থিত সাড়ে পঁচাশি মিটারের বিশ্বের সবচেয়ে বড় কাঠের বাড়ি। বাড়িটির উচ্চতা সাড়ে পঁচাশি মিটার এবং এটি ১৮ তলা। বাড়িটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কাঠের বাড়ি হয়ে উঠল এটি। ব্যবসায়ী আর্তুর বুখার্ট জানিয়েছেন যে ” কাঠ দিয়েও অসম্ভবকে সম্ভব করা যায়, তার প্রতীক এই ভবন”।
এই বাড়িকে কেন্দ্র করে বুখার্ট-এর ব্যক্তিগত স্বপ্ন ছিল। তিনি আরও জানালেন যে, “আমাদিগকে কার্বন নির্গমন কমাতে হবে”, “এই ভাবনা মানুষ ও প্রকৃতির স্বাস্থ্যের জন্যও ভালো”। বহু বছরের মৌলিক গবেষণা করা হয় বাড়িটি নির্মাণের জন্য। কাঠ দিয়ে নির্মাণে পারদর্শী এমন একটি কোম্পানি ডিজাইন করেছে এই বাড়িটির।
এই বাড়িটিকে গবেষণা, পরিশ্রম ও সাধনার মাধ্যমে তীব্র বাতাস ও চরম আবহাওয়ার ধাক্কা থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থাও করা হয়েছে। ব্যবসায়ী আর্তুর বুখার্ট প্রচন্ড খুশি হয় নিজের স্বপ্ন পূরণ হওয়ায়।