ইতিমধ্যেই বিহারে এনকেফেলাইটিসে শিশুমৃত্যু প্রায় একশো ছাড়িয়েছে। রীতিমতো তা নিয়ে ওড়িশাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ওড়িশা সরকার রাজ্যের বাজারে বিক্রিত লিচু পরীক্ষার নির্দেশ দিয়েছেন গত মঙ্গলবার। লিচু থেকে অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোমের বিস্তার ঘটছে বলে জানা গিয়েছে। এমন রির্পোট আসার পরেই এহেন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিহারের যেসব জেলায় লিচু উৎপাদিত হয় তার মধ্যে অন্যতম হল মুজাফফরপুর। প্রায় একশোটি শিশু অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোম বা এইএস-এর কারণে মারা গিয়েছে বলে খবর পাওয়া যাই এই জেলায়।
লিচু পরীক্ষার নির্দেশিকা জারি করেছেন ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নব দাস। খাদ্য নিরাপত্তা কমিশনারকে বাজারে বিক্রিত লিচুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বলা হয়েছে বলে জানান মন্ত্রীর দফতরের এক আধিকারিক। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ আছে কিনা তা জানতে, বাজার থেকে সংগৃহীত লিচু পরীক্ষাগারে পরীক্ষা করার নির্দেশিকা দেন মন্ত্রী।