সন্ধ্যা নামতেই নামল শহরে স্বস্তির বৃষ্টি


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
663

কলকাতা, উত্তর ২৪ পগরনা, হাওড়া এবং হুগলির মধ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর বিকেলেই পূর্বাভাস দিয়েছিল। তাছাড়া হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছিল সেইসঙ্গে ঘণ্টার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বয়ে যেতে পারে।

তবে আবহাওয়া দফতর একে বর্ষার বৃষ্টি বলতে নারাজ। অসহ্য গরম হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর সকাল থেকে। স্বস্তির বৃষ্টি নামল শহরে সন্ধ্যা নামতেই। এছাড়া সম্ভবনা আছে কলকাতার, হাওড়া, হুগলী ও উত্তর ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন স্থানে ঝেপে বৃষ্টি নেমেছিল মঙ্গলবার সন্ধ্যায়, ফলে সাময়িকে স্বস্তি মেলে। কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে আবার বুধবার সকাল থেকে। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পগরনা, হাওড়া এবং হুগলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খুশির খবর জানায় আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যা নামতে না নামতেই বৃষ্টি শুরু সঙ্গে ঝোড়ো হাওয়া। স্বস্তি পেল শহরবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট