প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তকে হেনস্থা


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
610

প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তকে হেনস্থা করার ঘটনায় অভিযোগ ওঠে ১০ জন এর উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার মধ্যে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার অভিযুক্তদেরকে আদালতে পেশ করা হলে তাদেরকে ২১ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন আদালত বিচারপতি। এদিন সরকারি কৌশলী তার সওয়ালে বলেন, ‘সোমবার রাত্রের ঘটনায় জড়িত ছিল ১০ জন তার মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজার জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে হবে।’ জবাবে অভিযুক্তদের আইনজীবী বলেন, যে কোনও শর্তে ধৃতরা জামিন নিতে প্রস্তুত।

এক পরই ধৃতদের ২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। গত সোমবার রাতে কলকাতার এক্সাইড মোড়ে প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তকে কয়েকজন যুবক হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। মিস ইন্ডিয়া ফেসবুকে গোটা বিষয়টি পোস্ট করে তার অভিজ্ঞতা জানান এবং পাশাপাশি পুলিশি অসহযোগিতার অভিযোগ করেন অভিনেত্রী। গোটা ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই তোলপাড় শুরু হয়ে যায় পুলিশমহলে।

https://www.youtube.com/watch?v=x1D4amXtUd0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট