কাটমানির টাকা নিয়ে, তৃণমূল নেতার বাড়ি ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের দিনভোর বিক্ষোভ!


বুধবার,১৯/০৬/২০১৯
619

কাটমানির টাকা নিয়ে, তৃণমূল নেতার বাড়ি ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের দিনভোর বিক্ষোভ! তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঙ্গলবার নজরুল মঞ্চেনিজের দলের কাউন্সিলরদের পরোক্ষ ভাবে চোর বলে ঘোষণা করেছিলেন। উনি বলেছিলেন যে দলের কাউন্সিলররা যেন মানুষের থেকে কোন প্রকারের তোলাবাজি অথবা কাটমানি না নেয়। তিনি বলেছিলেন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ গালাগালি দিলে শুনতে হবে৷ কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে৷ বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে৷ সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০টাকা নিতে হবে ? এই সব করবেন না৷ যারা নিয়েছেন ফিরিয়ে দিন৷

গতকালের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয় এবং নেতাদের বাড়ি ঘেরা করে তৃণমূলেরই সমর্থক গন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট