ফেসবুকের কাছে ইউজারের স্পর্শকাতর তথ্য


বুধবার,১৯/০৬/২০১৯
956

ফেসবুকের তরফে আনা হয়েছে এক অত্যাধুনিক অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমেই ইউজারের নানান গুরুত্বপূর্ণ তথ্য চলে আসছে ফেসবুকের কাছে। এক বিশেষ সূত্র থেকে জানা গেছে, সেই ইউজারের  সংখ্যা বিশ্বজুড়ে ১ লক্ষ ৮৭ হাজার। আমরা যে content বা ফটো  পোস্ট করি তাইর মধ্যমে ফেসবুক বানিজ্য সাম্পন্ন করে। মোট বিশ্বজুড়ে ১ লক্ষ ৮৭ হাজার মধ্য ১ লক্ষ ৫৬ হাজার মানুষ ভারতেরই। কিন্তু এদিকে ফেসবুক কতৃপক্ষের দাবি, ইউজারের কোনো তথ্য রিভিউ করেনি ফেসবুক। ফেসবুকের কাছে ইউজারের স্পর্শকাতর তথ্য আসার ফলে বছরের শুরুতেই এই অ্যাপটিকে ডিলিট করে দিয়েছিল অ্যাপেল নামক বোড় কম্পানি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে ফেসবুকের আধিকারিকরা।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট