ভারতীয় টিমের ফিটনেস রূপকার বিদায় নিচ্ছেন বিশ্বকাপের পরই


বুধবার,১৯/০৬/২০১৯
549

ইন্ডিয়া টিমের ফিজিও প্যাট্রিক ফারহাত বিদায় নিচ্ছেন বিশ্বকাপের পরই। ভারতীয় টিমের ফিটনেস নিয়ে আজ এত যে কথা হয়, চর্চা হয়, তার অন্যতম নেপথ্য কারণ হিসেবে ইন্ডিয়া টিমের ফিজিও প্যাট্রিক ফারহাতকে মনে করা হয়। অস্ট্রেলিয়া ম্যাচে চোট পাওয়া শিখর ধাওয়ান তাঁরই তত্বাবধানে বর্তমানে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আর থাকছেন না ভারতীয় টিমের ফিটনেস রূপকার প্যাট্রিক ফারহাত। অস্ট্রেলীয় এই ফিজিওর জন্মসূত্রে একটা আদরের নামও আছে ভারতীয় টিমে, সেটা হল ‘গাঞ্জাভাই’।

কারণ মাথার তাঁর ইন্দ্রলুপ্ত! শোনা গেল সবার প্রিয় প্যাট্রিক নাকি ভারতীয় বোর্ডকে ইতিমধ্যে ই মেল করে জানিয়ে দিয়েছেন যে, “বিশ্বকাপের পর আর তিনি থাকতে চান না”। তার না থাকার কারণ দু’টো। দু’টো কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় এই ফিজিও। এক তিনি আবার নতুন চ্যালেঞ্জের সন্ধানে যেতে চান এবং দুই, পরিবারকে এবার একটু সময় দিতে প্যাট্রিক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট