কলকাতা: নবান্নে মমতার মিটিংয়ের পরেই জুনিয়র ডাক্তারদের অভিজোগে বলাবাহুল্য, বসিরহাট জেলা হাসপাতালে নতুন সংযোজন হল।ল্যাপ্রোস্কোপি মেশিন। রজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চিকিৎসকদের গন ইস্তফায় গত আটদিন ধরে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল ফলে চরম দূর্ভোগে পড়েছিল রাজ্যের মানুষ। চিকিৎসকদের দাবি ছিল বিভিন্ন আধুনিক মেশিন পত্রের। ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, তারই ফলশ্রুতি বসিরহাট জেলা হাসপাতালের এক কোটি টাকা ব্যয় করে ল্যাপ্রোস্কোপি মেশিন চালু হল। ফলে উপকৃত বসিরহাট স্বাস্হ্য জেলার মানুষ। বসিরহাট জেলা হাসপাতাল থেকে সুভিধা পাবে , বসিরহাট মহকুমা তথা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। এই মেশিন এর থাকে যে পরীক্ষা ও সার্জারি কোরতে বাইরে আর যেতে হবে না ।