বর্ধমান: শুকোচ্ছে পাট তেমনই খানিকটা পিছোল আমন চাষও বৃষ্টির অভাবে। আমন ধানের চাষ পুরোপুরি নির্ভর বৃষ্টির ওপর। পাট ছাড়াও এই সময় মাঠে রয়েছে আখ, ভুট্টা এবং সব্জি। বৃষ্টির অভাবে মার খাচ্ছে এই সমস্ত চাষ, দিশেহারা বর্ধমানের চাষিরা। সাড়ে চার ফুটের মতো উচ্চতা এখন পাট গাছের। চাষিরা ঠিকমতো দাম পাবেন না পাট গাছের উচ্চতা সাত ফুটের মতো না হলে।
পাতলা হবে আঁশ। তাই এই সময়ে বৃষ্টির খুব প্রয়োজন। কালনা মহকুমার বেশ কিছু এলাকার চাষিরা মূলত পাট চাষের উপর নির্ভরশীল। কমবেশি ১০০ দিনের আশেপাশে সময়ে পাট তোলা হয়। পাটের বয়স বর্তমানে দু’মাস। পাট গাছের বৃদ্ধির এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চড়া রোদে শুকোচ্ছে পাট গাছ বৃষ্টি না হওয়ার। এই দুর্দশাপুন্ন পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে চাষের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে-পার্থ ঘোষ, সহ-কৃষি অধিকর্তা