নিজস্ব প্রতিবেদন ; ইংল্যান্ড অধিনায়ক টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্তই নেন। জনি বেয়ারস্টো আউট হলে ব্যাট করতে নামেন মর্গ্যান। তার পরেই মাঠে শুরু হয় ছক্কার বৃষ্টি। জো রুট আর মর্গ্যান মিলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮৯ রানের জুটি তৈরি করলেন এ দিন। এদিন শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় এই জুটিকে। এদিন আফগানিস্তানদের বিরুদ্ধে চারটি চার ও ১৭টি ছক্কা সহযোগে মর্গ্যান ৭১ বলে ১৪৮ রান করেন। তাঁর এই রুপকথার ইনিংসে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩৯৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় ২৪৭-৮। ১৫০ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে এটি ইংল্যান্ডের সব চেয়ে বড় ব্যবধানে জয়।
আফগানিস্তানের বিরুদ্ধে অইন মর্গ্যান এর দুর্দান্ত শতরান
বুধবার,১৯/০৬/২০১৯
592
বাংলা এক্সপ্রেস---