কে এল রাহুল দশের মধ্যে ছয় দিলেন নিজের পারফরম্যান্সকে


বুধবার,১৯/০৬/২০১৯
905

শিখর ধবনের  চোট পাওয়ার কারণে ইনিংস ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মার সঙ্গে কে এল রাহুল। তাও আবার বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের মতো বড় মঞ্চে। রবিবার ভারতের ইনিংসের ভিতটা হাফসেঞ্চুরি করে গড়ে দিয়েছিলেন কর্নাটকের তারকা কে এল রাহুল। ৭৮ বলে ৫৭ রান করে দলকে ভরসা দেওয়া রাহুল নিজের পারফরম্যান্সকে সামনে রেখে বললেন, নিজেকে দশে ছয় দেব, আরও উন্নতি করতে হবে। গত কয়েক বছরে রোহিত আর শিখর বিপজ্জনক ওপেনিং জুটি হিসাবে প্রতিষ্ঠিত করেছে নিজেদেরকে, বললেন কে এল রাহুল।

কে এল রাহুল আরও বললেন “পাকিস্তানের বিরুদ্ধে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটা, সেটাও আবার বিশ্বকাপের মতো এতো বড় মঞ্চে”, এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না। সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি, “বরাবর এই দিনের স্বপ্নটাই দেখে এসেছি ছোটবেলা থেকে”, বললেন কর্নাটকের তারকা কে এল রাহুল। আত্মবিশ্বাস বজায় রেখে এই ছন্দ ধরে রাখতে পারব আশা করছি, জানালেন রাহুল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট