আট বছরের মধ্যেই চিনকে জনসংখ্যা টপকে এক নম্বরে ভারত


বুধবার,১৯/০৬/২০১৯
996

আর মাত্র আট বছর  তার পরেই জনসংখ্যার  নিয়ে  চিনকে টপকে এক নম্বরে  যেতে পারে ভারত। রাষ্ট্র সংঘের সাম্প্রতিক এক এমনই দাবি করা হয়েছে  এক রিপোর্টে।  ওই রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, ২০১৯ থেকে ২০৫০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা আরও ২৭ কোটি ৩০ লক্ষ বাড়তে পারে ভারতের।  একই ভাবে  নাইজেরিয়ার ও আফ্রিকার জনসংখ্যাও বাড়তে পাড়ে।  আফ্রিকার জনসংখ্যাও দেশটিতে আগামী ৩১ বছরে জনসংখ্যা বাড়তে পারে ২০০ কোটি। ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশই হবে ভারত এবং নাইজেরিয়া থেকে।

তবে বাড়তে থাকা জনসংখ্যায় যে ভারত কিছুটা প্রভাব পোরেছে, তাও এই রিপোর্টে প্রমাণিত। রাষ্ট্রপুষঞ্জের আগের বারের রিপোর্টে দাবি করা হয়েছিল, ২০২২ সালেই চিনকে টপকে যাবে ভারত। বর্তমানে চিনের জনসংখ্যা ১৩৭ কোটি, আর ভারতের ১৪০ কোটি। বিশ্বের জনসংখ্যার মোট ১৯ এবং ১৮ শতাংশ মানুষই রয়েছে এই দুই দেশে। আর তিন নম্বর স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট