মনীষীদের ছবিতে পানের পিক, পরিস্কার করলেন তিন যুবক


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
2031

হাওড়া আমতা: স্কুলের পাঁচিলে মনীষীদর ছবি আঁকা। তাতে দিনের পর দিন পান-গুটকার পিক ফেলে লাল হয়ে বিকৃত হচ্ছে মনীষীদের ছবি।দেখছে কিন্তু প্রতিবাদ করার কেউ নেই। মানুষ নিজর মতো করে কাজে ব্যাস্ত। কিন্তু চুপ করে রইলেন না অনির্বাণ রানা, শুভ্রদীপ ঘোষ, সৌভিক ঘোষ নামের তিন যুবক। আমতা বালিকা বিদ্যালয়ের পাঁচিলের গায়ে রবীন্দ্রনাথ ঠাকুর,কাজি নজরুল ইসলাম, বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,ভগৎ সিং সহ একাধিক মনীষীদের ছবি এঁকে রাঙানো হয়েছে।আমতা সি,টি,সি বাস স্ট্যান্ডের পাশে এমন ছবি দেখে সকলের মন কেড়েছে।

কিন্তু কিছু মানুষ কয়েকটির ছবির উপর পানের পিক ফেলেছে। দেখছে সবাই কিন্তু কেউ কিছু বলতে পারছে না। একদিন ফেসবুকে ছবি পোস্ট হতেই মন্তব্য ছড়াতে থাকে।সেই ছবি ফেসবুকে দেখতে পেয়ে শুভ্রদীপ, অনির্বাণ এবং সৌভিক এগিয়ে আসে ছবি পরিষ্কারে। তাদের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন। কেউ কেউ বলছেন, এই কাজকে সাধুবাদ জানায়। মনীষীদের ছবি পরিষ্কার করে বিবেকের উদাহরণ রেখেছে। কাপড়, সাবান, জল আর কলগেট দিয়ে মনীষীদের ছবি পরিষ্কার করেন তিন যুবক। সমাজের জন্য এমন কাজ ভাল বলে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট