দুটি জোরালো ভূমিকম্পে চিনে মৃত ১১, আহত ১২২


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
817

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্প দুটির উপকেন্দ্রই ছিল ছাগনিঙের কাছে ১০ কিমি গভীরে।যাদের মাএ‌‌ ছিল প্রথমে ৫.৯ তীব্রতায়ও তার আধ ঘণ্টা পর ৫.২তীব্রতায়।চিনের এই জোড়া ভূমিকম্পে কমপক্ষে ১১ জনের মৃত্যু হল। আহত হয়েছেন ১২২ জন।ভূমিকম্পের যুদ্ধকালীন তত্‍পরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।সোমবার রাতে ৩০ মিনিটের ব্যবধানে দুটি জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে চিনের বিশাল দুটি প্রদেশ দক্ষিণ সিচুয়ান ও পশ্চিম সিচুয়ান ।

প্রদেশের রাজধানী চেংডু-সহ উল্লেখযোগ্য সব শহরেই প্রবল কম্পন অনুভূত হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, আতঙ্কে রাস্তায় ছুটোছুটি করছেন মানুষজন। ফাটল ধরেছে বেশ কয়েকটি বহুতল বাড়িতে ।

ভূমিকম্পের ফলে ভেঙে যাওয়া স্তুপ গুলি সরিয়ে কয়েকজনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় টেলিভিশনে জানানো হয়েছে। আরো জানা গিয়েছে যে মঙ্গলবারও কেঁপে ওঠে ওই এলাকা। রিক্টর স্কেলে যার মাত্রা ছিল ৫.২।এই দুই ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটারশক হয়েছে বলে জানিয়েছেন চিনের ভূমিকম্প সেন্টার।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট