আরো একবার সমালোচনার সম্মুখে যোগী সরকার। পাত্তিথানা এলাকায় এক দলিত ব্যক্তিকে পুড়িয়ে মারা হল, গোটা ঘটনাটির তদন্তে প্রতাপগড় থানার পুলিশ। ঘটনাটি জানা যায় যখন, বেলারামপুর গ্রামের এক বাসিন্দা সকালে ক্ষেতে কাজ করতে যায়, তিনি মাঠে গিয়ে দেখেন মাঠের মধ্যে পড়ে রয়েছে বিনয় প্রকাশের পোড়া দেহ। গ্রামবাসীদের অনুমান মৃতের বয়স 33 বছর তার পরিবারকে ঘটনার কথা জানান হয়। প্রতাপগড় এর পুলিশ সুপার অবিনাশ মিশ্র মিডিয়াকে জানিয়েছেন, রবিবার রাতে ধান পাহারা দেওয়ার জন্য মাঠে ঘুমোতে যান বিনয় প্রকাশ।তার দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরো জানান আগে খুন করে পরে দেহ পোড়ানো হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাবে। পুলিশকে এখনও নালিশ দায়ের করা হয়নি সরোজের পরিবারের তরফ থেকে। উত্তরপ্রদেশের এসসি এসটি কমিশনের চেয়ারম্যান ব্রিজ লাল এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে দোষীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।