চীন: ভূমিকম্পে চীনে মৃত্যু হল ১১ জনের এবং জখম হয়েছে ১২২ জন। চীনের দক্ষিণপশ্চিমাংশে সিচুয়ান প্রদেশের চ্যাঙ্গনিং কাউন্টির ইবিন শহরে (স্থানীয় সময়) সোমবার রাত ১১টা নাগাদ কেঁপে ওঠে। কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৬। প্রথমবার কম্পনের পর একের অধিকবার আফটার শক হয়, সব থেকে জোরাল আফটার শকের ৫.৩ তীব্রতা ছিল। তিন শতাধিক দমকলকর্মী জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন চীনের জরুরি পরিষেবা মন্ত্রকের তত্ত্বাবধানে।
পুলিস এবং অ্যাম্বুল্যান্সও রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, ধ্বংসস্তুপের তলায় অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা থাকায় এবং জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়।চীনের জরুরি পরিষেবা মন্ত্রক এবং ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস্ অ্যাডমিনিস্ট্রেশন এলাকার মানুষদের জন্য সোমবার রাতের মধ্যেই পাঠিয়ে দিয়েছে ২০০০০ লেপ,৫০০০ তাঁবু, এবং ১০০০০ ফোল্ডিং বেড।